দুরন্ত ব্যাটিং করে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বেশ দাপটের সঙ্গেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। তার সঙ্গী দিনেশ চান্দিমালও পেয়েছেন শতকের দেখা।
ম্যাথুস ১০৬* রান করে এখনো ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন। চান্দিমাল ১০০* রান নিয়ে টিকে আছেন ক্রিজে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাথুস-চান্দিমালের ব্যাটিংয়ে দৃঢ়তায় ৫ উইকেট প্রথম ইনিংসে ৪২০ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। অতিথিরা এগিয়ে রয়েছে ৫৫ রানে।
তার আগে ৫ উইকেট হারিয়ে ২৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিন শেষে ৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাথুস। চান্দিমাল ১০ নিয়ে তাকে সঙ্গ দিয়ে অজেয় থেকে যান।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। আর এবাদত হোসেন পেয়েছেন দুটি উইকেট। তবে বোলিংয়ে সুবিধা করে উঠতে পারছেন না টাইগাররা। চতুর্থ দিনে এখনো পর্যন্ত কোনো উইকেট ফেলতে পারেনি স্বাগতিকরা।
মুশফিকুর রহিম ও লিটন দাসের দুরন্ত সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশ গড়েছে ৩৬৫ রান।