নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের ওয়ানডে বিশ্বকাপে খেলেছে সালমা খাতুন-জাহানারা আলমরা। এবার আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ। সঙ্গে থাকবে আয়ারল্যান্ডও। নিগার সুলতানাদের আজ সুখবরটি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে আগামী তিন বছরে আটটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। নিগার সুলতানারা ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত ঘরের মাঠে খেলবেন ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন অ্যাওয়ে সিরিজ।
চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর থেকে শীর্ষ পাঁচ দল আর বিশ্বকাপ আয়োজক দেশ সরাসরি টিকিট পাবে বিশ্বকাপের। আর বাকিদের পেরোতে হবে বাছাইপর্বের বৈতরণী।
সঙ্গে আইসিসি এবার পাঁচ দেশকে দিয়েছে ওয়ানডে স্ট্যাটাস। ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে- নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।