বৃষ্টির পরও ব্যাটিংয়ে দাপট দেখাল শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 14:01:02

দুরন্ত ব্যাটিং ঝলক দেখিয়ে যাচ্ছিলেন দিমুথ করুনারত্নে। তার হাতের ব্যাট যেন টাইগার বোলারদের আক্রমণের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছিল দুর্ভেদ্য দেয়াল হয়ে। লঙ্কান ক্যাপ্টেন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে পারলেন না। 

আসলে বাঁ-হাতের ঘূর্ণি জাদুতে করুনারত্নেকে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে দিলেন না সাকিব আল হাসান। তার উইকেট ভেঙে দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ফেরার আগে ১৫৫ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৮০ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস।

নাইটওয়াচম্যান কাসুন রাজিথা তৃতীয় দিনে এসেও রানের খাতা খুলতে পারেননি। ফিরেছেন শূন্য হাতে। 

তবে ফিফটি হাঁকিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভা। ধনাঞ্জয়া ৫৮ রান ফিরলেও তার সমান ৫৮ রান নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন ম্যাথুস। তাদের অর্ধ-শতকে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে অতিথি শ্রীলঙ্কা। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগাররা এখনো ৮৩ রানে এগিয়ে রয়েছে।

তার আগে দুই উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে ৭০ রানে অপরাজিত থেকে যান করুনারত্নে। কাসুন রাজিথা রানের খাতা না খুলেই তাকে সঙ্গ দিয়ে যান।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। আর এবাদত হোসেন পেয়েছেন দুটি উইকেট।

মুশফিকুর রহিম ও লিটন দাসের দুরন্ত সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশ গড়েছে ৩৬৫ রান। 

এ সম্পর্কিত আরও খবর