আগামী জুনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এবার ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সফরকে সামনে রেখে আজ রোববার তিন সংস্করণে ভিন্ন ভিন্ন দল দিয়েছে বিসিবি।
টেস্ট দলে ফিরেছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এবার উইন্ডিজে বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন ফিজ।
হজ পালনের জন্য ছুটি নেওয়ায় সফরের কোনো ফরম্যাটের দলে নেই মুশফিকুর রহিম। ছুটির গুঞ্জন উড়িয়ে তিন ফরম্যাটেই খেলবেন সাকিব আল হাসান। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চোটের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। মিরাজ ওয়ানডে ও টেস্ট দলে ডাক পেয়েছেন, শরিফুল আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তাসকিন জায়গা পেয়েছেন শুধু ওয়ানডেতে। ইনজুরির কারণে সফর থেকে বাদ পড়েছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের শেষেই উড়াল দেবে টাইগাররা। ১৬ জুন মাঠে গড়়াবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। ২ ও ৩ জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় হবে শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে গায়ানাতে। একদিনের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়।
টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।