করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিবের গতকাল (বৃহস্পতিবার) কোভিড টেস্ট হয়েছে। নেগেটিভ এসেছে। এখন মেডিকেল প্রটোকল অনুযায়ী যদি সম্ভব হয়, তাহলে প্রথম টেস্টে খেলবে সে।’
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। কোভিড পজিটিভ হওয়ায় চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েন বাঁ এ স্পিনার।
আজ বিকেলেই রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবেন সাকিব। তবে তার প্রথম টেস্টে অংশগ্রহণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।