দুর্ভাগ্য সাকিবকে পাচ্ছি না: পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 07:02:57

টেস্টে এমনিতে খেলতে চান না সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই খেলতে রাজি ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কিন্তু ঈদের ছুটি শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন। যে কারণে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। 

জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি'র প্রধান নাজমুল হাসান পাপন সাকিবকে না পাওয়ার জন্য দুর্ভাগ্যকে দায়ী করলেন, 'এটা আমাদের কপাল খারাপ। দুর্ভাগ্য। দোয়া করছি সাকিব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এই মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার করব (পরীক্ষা), খুব শিগগিরই। আমাদের প্রোটোকল আছে, সে অনুযায়ীই করা হবে।'

সাকিবের সুস্থতা কামনা করে পাপন বলেন, 'সমস্যাটা হচ্ছে যে, সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে। এটা টেস্টের জন্য একটা সমস্যা। কিন্তু এখানে কিছু করার নেই, কিছু বলারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। যে সময়টায় সবচেয়ে বেশি দরকার হয়, তখনই আমরা ওকে পাই না। এখন একমাত্র আমরা আশা করতে পারি দ্রুত সুস্থ হোক ও দলে যোগ দিক।'

তবে দলের প্রাণভোমরা সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশা করছেন বোর্ড সভাপতি, 'ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। এই কারণে যে, শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, এটা তো অস্বীকার করার পথ নেই। টেস্টে আমরা এমনিতেই অনেক দুর্বল। সেজন্য এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের এবং এখনও আছে। দেখা যাক, সাকিবের জায়গায় যে আসবে, সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটাই আমরা আশা করছি। আমাদের এখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে, তাহলে আমি মনে করি কোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ নেই।'

এ সম্পর্কিত আরও খবর