টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন কিছুতেই ভালো করতে পারছে না। কোনো ম্যাচে ভালো করলেও তার ধারাবাহিকতা রাখতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা। পারফরম্যান্স ভালো হচ্ছে না পুরো পাঁচ দিন। যার ফল দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে দল।
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে সামনে রেখে টেস্ট দল নিয়ে নতুন করে চিন্তা করছে বিসিবি। লাল বলে সাফল্য ছিনিয়ে নিতে আলাদা একটি টেস্ট দলই উপহার দিতে চান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
আজ শনিবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবি'র ইফতার অনুষ্ঠানে সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন সেই পরিকল্পনার কথা, 'নির্বাচনের পরই বলেছিলাম আমাদের এখন টেস্টে মনোযোগ দিতে হবে। করোনার জন্য দুই বছর পরিকল্পনা করতে পারিনি। আমাদের টেস্টে আলাদা একটা দল দরকার।’
টানা পাঁচ দিন দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স চান পাপন, ‘বেশিরভাগ ম্যাচেই আমরা চতুর্থ দিনের পর, চতুর্থ ইনিংসে কলাপ্স করি। প্রথম ইনিংসে কিছুটা সাহস দেখি, চতুর্থ ইনিংসে হুট করে ভেঙে পড়ি। এটা কেন হয় তা খেলোয়াড়, কোচিং স্টাফ সবার সাথে কথা বলে বের করতে হবে। এখানে কোনো মানসিক ব্যাপার থাকতে পারে। এক্ষেত্রে যা যা করণীয় দরকার তাও চেষ্টা করব। তবে সম্পূর্ণ আলাদা দল হওয়া ছাড়া এ মুহূর্তে কোনো সমাধান দেখছি না।’
টেস্ট দলের ট্রেনিংও হবে আলাদা। এনিয়ে পাপন বলেন, ‘এখন কিন্তু আগের চেয়ে অনেক খেলা। আগে টেস্ট খেলতাম বছরে এক-দুইটা। এখন তো প্রচুর খেলা। যারা টেস্ট খেলবে তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।’
দরকার হলে শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে খেলাবে বিসিবি। পাপন বলেন, ‘মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, সে বলেনি টেস্ট খেলতে চায়। ও বললো কি বললো না, সেটা বড় কথা না। মুস্তাফিজকে যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কারণ, এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
পাপন যোগ করেন, ‘তাসকিন, শরিফুল, এবাদত এই তিন জন তো টেস্টের জন্য আছেই। এখানে মুস্তাফিজকেও যদি রাখি, ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি না আমরা জানি না। কিন্তু যখন দরকার হবে, অবশ্যই তাকে রাখব। খেলবে! যদি দরকার হয় খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।’