না ফেরার দেশে ক্রিকেটার মোশাররফ রুবেল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 15:56:06

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। চলে গেলেন না ফেরার দেশে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর এক বেসরকারী হাসপাতালে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে গেলেন বাঁ-হাতি এ অলরাউন্ডার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় তিন বছর আগে মোশাররফ রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে একটু একটু করে যেন সুস্থ হয়ে উঠছিলেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দেশে ও দেশের বাইরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিয়েছেন। বেঁচে থাকার প্রত্যয় নিয়ে কেমোথেরাথি নিয়েছেন ২৪টি।

কিন্তু কিছুতেই কিছু হয়নি। টিউমার নতুন করে ফিরে আসে। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রুবেল। নতুন করে টিউমার মাথাছাড়া দিয়ে উঠলে রুবেলের শরীরের এক পাশ অবশ হয়ে যায়। যে কারণে গত কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নেন। গত মার্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা শেষে রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।

তবে বাসায় থাকা অবস্থায় ফের অসুস্থ হয়ে পড়েন রুবেল। ক্যান্সারের চিকিৎসার ধকল সামলে উঠতে না পেরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। খাওয়া-দাওয়ায় সমস্যা হচ্ছিল। শেষমেশ হার মানলেন মৃত্যুর বিরুদ্ধে চালিয়ে যাওয়া দীর্ঘদিনের যুদ্ধে।

এ সম্পর্কিত আরও খবর