অনেকদিন ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। দীর্ঘ দিনের লড়াই শেষে মরণ ব্যাধির কাছে হার মানলেন। বিশ্বসেরা অলরাউন্ডারের শাশুড়ি চলে গেলেন না ফেরার দেশে।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন নার্গিস বেগম। কিন্তু ঘরে ফেরা হলো না তার। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাকিবের পরিবার সূত্রে জানা গেছে, শাশুড়িকে শেষবারের মতো দেখতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসতে পারছেন না ক্রিকেট মহাতারকা। বড় মেয়ের স্কুলে ক্লাস শুরু হওয়ায় তাকে নিয়ে ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় এ বাঁহাতি অলরাউন্ডারের পক্ষে।
তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির আগে থেকেই বাংলাদেশে অসুস্থ মায়ের পাশেই ছিলেন।
আজ শনিবার গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির জানাজা হবে। গত ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ।