অনেক দিন পর বল হাতে ঝড় তুললেন মাশরাফি বিন মর্তুজা। আগুনে পারফরম্যান্সে ছিনিয়ে নিলেন ম্যাচসেরার পুরস্কার। ৮ ওভারে এক মেডেন নিয়ে মাত্র ৩৮ রান খরচ করে ক্যাপ্টেন মাশরাফি একাই শিকার করেছেন ৪ উইকেট। তার দুরন্ত বোলিংয়ে রোমাঞ্চ শেষে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২ উইকেটে ধরাশায়ী করেছে রূপগঞ্জ।
মাশরাফির সঙ্গে অলরাউন্ড পারফরম্যান্সে রূপগঞ্জের জয়ে অবদান রাখেন চিরাগ জানি। ৯ ওভারে ৫১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। পরে ব্যাট হাতে খেলেন ৭৮ বলে ৭২ রানে অনবদ্য এক ক্রিকেটীয় ইনিংস। আর তানবীর হায়দার অপরাজিত ছিলেন ৬১ বলে ৫১* রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অমিত মজুমদারের ফিফটিতে (৫৯ রান) ১৯৮ রানে গুটিয়ে যায় খেলাঘর।
জবাবে ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।