আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা। মাঠের লড়াইয়ে লিখেছেন সাফল্যের গল্প। পাকিস্তানকে হারিয়ে নিজেদের জাত চিনিয়েছেন দেশের ক্রিকেটাররা। নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিদের হারাতে না পারলেও তাদের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়ে ছিলেন দেশের মেয়েরা।
তাদের সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল বিশ্বকাপ শেষে। বৈশ্বিক ক্রিকেট আসরের সেরা একাদশে আইসিসি রেখেছে বাঘিনীদের প্রতিনিধি। টুর্নামেন্টের সেরা দলে জায়গা দখল করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন।
বিশ্বকাপ শেষে সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশ করেছে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন'। আইসিসি'র প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের নিয়ে গঠিত ছয় জনের বাছাই প্যানেল ঠিক করেছে উইমেন ওয়ার্ল্ড কাপের সেরা একাদশ।
টুর্নামেন্টে বোলিং পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে সেরা একাদশে স্থান করে নিয়েছেন সালমা। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে সালমা শিকার করেছেন ১০ উইকেট। এজন্য প্রতি ওভারে রান খরচ করেছেন ৩.৭৯। চমৎকার এ সাফল্যের গল্প লিখে পুরস্কারটা হাতেনাতে পেলেন সালমা। তবে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটার নেই এই একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়কত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার রয়েছেন এই একাদশে। স্বাভাবিকভাবেই আছেন ফাইনালের রানী অজিদের সেঞ্চুরিয়ান কন্যা অ্যালিসা হিলি।
সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (ক্যাপ্টেন, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাঈল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।