বিবর্ণ ব্যাটিংয়ে টাইগারদের লজ্জার হার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 23:19:31

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু সেটা আর পূরণ হলো না। বিবর্ণ ব্যাটিংয়ে ২২০ রানের বড় ব্যবধানে হার মানল লাল-সবুজের প্রতিনিধিরা। এক কেশব মহারাজের ঘূর্ণি জাদুর কাছেই ধরাশায়ী হলো পুরো দল। একাই ৭ উইকেট শিকার করে মুমিনুল বাহিনীর ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছেন।

টার্গেটটা খুব বেশি ছিল না। কিন্তু ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াইটা জমাতেই পারল না অতিথিরা। যারপরনাই বাজে ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানেই গুটিয়ে গেল দেশের ছেলেরা। টেস্টে এটাই দেশের ক্রিকেটারদের সর্বনিম্ন স্কোর। 

নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান এনে দেন। ১৪ রান আসে তাসকিন আহমেদের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। থেকে যান সিঙ্গেল ডিজিটে। মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন তো শূন্য রানে ফেরেন সাজঘরে।

৩২ রান খরচ করে মহারাজ একাই নেন ৭ উইকেট। সাইমন হার্মার ২১ রানে পান ৩ উইকেট। তার আগে ৩ উইকেটে ১১ রান নিয়ে ডারবান টেস্টের শেষ ও পঞ্চম দিনের খেলা শুরু করে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসে সংগ্রহ করে ৩৬৭ ও ২০৪ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ২৯৮ রানে।

এ সম্পর্কিত আরও খবর