সন্ধ্যায় শুরু এ আর রহমানের কনসার্ট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:59:18

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মন মাতানো কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি'র আয়োজিত এই কনসার্টে আজ মঙ্গলবার, ২৯ মার্চ সন্ধ্যায় পারফর্ম করবেন ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। কনসার্ট হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কনসার্টে গান পরিবেশন করতে ২৪০ জনের বহর নিয়ে গতকাল সোমবার ঢাকায় পা রেখেছেন এ আর রহমান। গতকাল সোমবার মিরপুরে অস্থায়ী মঞ্চে রিহার্সেলও সেরে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি গান গাইবেন ৩৫টি। 

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন এ আর রহমান। প্রথম ধাপে সাড়ে ৭টা পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এশার নামাজের জন ১৫ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় ধাপে এ আর রহমান গান শুরু করবেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। তার কনসার্ট চলবে রাত ১২টা পর্যন্ত। তার আগে পারফর্ম করবে জনপ্রিয় ব্র্যান্ড মাইলস। পরে গান গাইবেন কণ্ঠশিল্পী মমতাজ। 

পুরো অনুষ্ঠান মাঠে বসে দেখতে পারবেন ১০ হাজার দর্শক। কনসার্ট সরাসরি সম্প্রচার করবে নিউজ টোয়েন্টিফোর ও বিটিভি।

এ সম্পর্কিত আরও খবর