বাংলাদেশ টাইগার্স নামে জাতীয় দলের ছায়া দলের কার্যক্রম শুরু হলেও বন্ধ হচ্ছে না বাংলাদেশ ‘এ’ দল। প্রায় দুই বছর পর ফের শুরু হচ্ছে ‘এ’ দলের কার্যক্রম।
আগামী জুনে টাইগাররা যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরে তামিম-সাকিবরা খেলবে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
একই সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ ‘এ’ দলও। যদিও ‘এ’ দলের সূচি এখনো ঠিক হয়নি।
তবে চারদিনের ম্যাচের সঙ্গে পঞ্চাশ ওভারের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি'র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
'এ' দলের সফর নিয়ে নান্নু বলেন, ‘অনেকদিন পর একটা সফর পেলাম। জাতীয় দলের পাশাপাশি সফরটা হওয়ায় আমাদের জন্য ভালো হবে। সেখানে চারদিন ও একদিনের ম্যাচ খেলার সুযোগ থাকবে ছেলেদের।’
‘এ’ দলের কার্যক্রম শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না। বিসিবি'র ক্রিকেট পরিচালনা জানিয়েছে, ‘এ’ দলের সফর আরও বাড়ানো।