মেয়েদের বিশ্বকাপের শেষটা জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হার মানল দেশের মেয়েরা।
ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে সোফিয়া ডাঙ্কলির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সোফিয়া খেলেন ৬৭ রানের দারুণ এক ইনিংস। ৪০ রান করেন ন্যাট শিভার। ৩৩ রান এনে দেন ওপেনার ট্যামি বিউমন্ট। অ্যামি জোনস ৩১ ও ক্যাথেরিন ব্রাউন্ট ২৪* রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে আজও বোলিংয়ে আলো ছড়িয়েছেন সালমা খাতুন। শিকার করেন দুই উইকেট। একটি করে উইকেট নেন জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মন্ডল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করেন লতা মন্ডল। শারমিন আক্তার, শামীমা সুলতানা ২৩ রান করে দলীয় স্কোরে যোগ করেন। ক্যাপ্টেন নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২২ রান।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন সোফি এক্লেস্টোন ও চার্লি ডিন। ফ্রেয়া ড্যাভিয়েস দুটি ও হিদার নাইট একটি উইকেট পান।