শুরুতে দেশের নারীদের ব্যাটিংটা হলো যাচ্ছে তাই বাজে। এলোমেলো আর ছন্নছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিটাও হলো অল্প। তবে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন লাল-সবুজের প্রতিনিধিরা। সালমা খাতুন বোলিং দাপটে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দেয় নিগার সুলতানার দল। কিন্তু তাতে লাভ হলো না। হারের তেতো স্বাদই হজম করল বাঘিনীরা। অজি কন্যারা ৬৫ বল হাতে রেখে জিতল ৫ উইকেটে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পরিধি কমে আসে ৪৩ ওভারে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ সংগ্রহ করেন লতা মন্ডল। তার সঙ্গে ২৪ রান এনে দেন ওপেনার শারমিন আক্তার। আর রুমানা আহমেদ ১৫, সালমা খাতুন ১৫* ও মুর্শিদা খাতুন ১২ রান যোগ করেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন অ্যাশলেই গার্ডনার ও জেসন জোনাসেন। একটি করে পান মেগান শাট ও আন্নাবেল সাদারল্যান্ড।
জবাবে ম্যাচসেরা বেথমুনির অপরাজিত ফিফটিতে ৩২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বেথ মুনি ৭৫ বলে ৫ বাউন্ডারিতে খেলেন ৬৬ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। ২৬* রানে অপরাজিত থেকে যান আন্নাবেল সাদারল্যান্ড। সঙ্গে ওপেনার অ্যালিসা হিলি ১৫ ও অ্যাশলেই গার্ডনার ১৩ রান এনে দেন।
বাংলাদেশের হয়ে সালমা খাতুন ২৩ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও রুমানা আহমেদ।