আইসিসি'র ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে গেছেন মেহেদী হাসান মিরাজ। তবে র্যাঙ্কিংয়ের সবার ওপরের জায়গাটা যথারীতি নিজের দখলে রেখেছেন সাকিব আল হাসান।
অনেক দিন ধরেই ব্যাটে-বলে ঝলক দেখিয়ে যাচ্ছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফরেও আলো ছড়িয়েছেন তারকা এ অলরাউন্ডার। সেই নৈপুণ্যের পুরস্কার পেলেন এবার তিনি। আইসিসি'র ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে মিরাজের। সুবাদে ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ বল হাতে স্পিন জাদু দেখিয়েছেন। ৬১ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬ রানের ছোট্ট অথচ কার্যকরী এক ইনিংস। পরে ৫৬ রান নিয়ে নেন এক উইকেট। এই পারফরম্যান্সেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন এখন মিরাজ। সঙ্গে বোলারদের বিভাগে আগের মতো সাতেই রয়েছেন মিরাজ।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থান অক্ষুণ্ন রেখেছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। তার পুঁজি ৪০৪ রেটিং পয়েন্ট। ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের পরেই রয়েছেন আফগান তারকা মোহাম্মদ নবী।