পরিবারের পাশে থাকতে বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:12:56

দক্ষিণ আফ্রিকায় আজ মাঠে গড়়াচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটি খেলবেন সাকিব আল হাসান। পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি। তাই পরিবারের পাশে থাকতে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

আগামীকাল সাকিবের সঙ্গে দেশে ফিরবেন আরও চার ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। সাকিব বাদে বাকিরা টেস্ট দলে না থাকায় দেশে ফিরবেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিব কাল ফিরে যাচ্ছেন। তার সঙ্গে ওয়ানডে দলের সদস্য যারা টেস্ট দলে নেই তারাও চলে যাবেন। তবে সবার এক ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন তারা।’

সাকিব দেশে ফিরে পরিবারের অসুস্থ সদস্যদের অবস্থা বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। তবে ৩১ মার্চ মাঠে গড়াতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে তাকে নাও পাওয়া যেতে পারে। পরিস্থিতি ঠিক থাকলে ৮ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে আফ্রিকার দেশটি ফিরবেন সাকিব।

নিউমোনিয়ায় ভুগছেন সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান। আর বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে আক্রান্ত।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, সাকিবের মা হৃদরোগে ভুগছেন। হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তিনি চিকিৎসা নিচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

এ সম্পর্কিত আরও খবর