লক্ষ্য ২৩০, দেশের মেয়েরা ৮৩/৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:15:14

লড়াইটা ভারতের বিপক্ষে। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশ বল হাতে লড়াই করল দাপটের সঙ্গে। রিতু মনি ও নাহিদা আক্তারের দুরন্ত বোলিংয়ে অল্পতেই আটকে গেল ভারত। ইয়াসটিকা ভাটিয়ার ফিফটির পরও শুরুতে ব্যাটিংয়ে নেমে ২২৯ রানে গুটিয়ে গেছে ক্যাপ্টেন মিতালি রাজের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ৩০ ওভারে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ভারতের মেয়েদের শুরুটা ছিল দারুণ। ৪ উইকেটে ১০৮ রান আর ৫ উইকেটে ১৬২ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু পরে তাদের দলীয় স্কোর বেশিদূর আগায়নি। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রানের পুঁজি গড়ে ভারত।

ইয়াসটিকা ভাটিয়া ৮০ বলে ২ বাউন্ডারিতে খেলেন ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে ফিফটি মিস করেন শেফালি ভার্মা। ৪২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় শেফালি ৪২ রান যোগ করেন দলীয় স্কোরে।

ওপেনার স্মৃতি মান্ধানা ও পূজা বস্ত্রকার সমান ৩০ রান করে তোলেন। পূজা অবশ্য অপরাজিত থেকে যান। সঙ্গে স্নেহ রানা ২৭ ও রিচা ঘোষ ২৬ রান এনে দেন।

বাংলাদেশের হয়ে রিতু মনি শিকার করেন তিন উইকেট দুটি উইকেট নেন নাহিদা আক্তার। একটি উইকেট পান জাহানারা আলম।

এ সম্পর্কিত আরও খবর