আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মনে ধরে তাসকিন আহমেদকে। নিজেদের অভিষেক আসরের জন্য বাংলাদেশের তারকা এ পেসারকে দলে চায় তারা।
তাসকিনকে দলে টানতে আগ্রহ থাকলেও শর্ত জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের পুরো মৌসুম খেলতে হবে তাকে। তার জন্য ছাড়পত্র নিতে হবে বিসিবি থেকে।
তাসকিন এখন দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন। লক্ষ্ণৌ ওয়ানডে সিরিজ শেষেই তাসকিনকে দলে পেতে চায়। সেটা হলে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না এ স্টার বোলার।
রোববার সন্ধ্যায় ঢাকায় ফোনে যোগাযোগ করেছেন দলের মেন্টর গৌতম গম্ভীর। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে শেষে ঢাকা থেকে ফোনে খবরটা পান তাসকিন। শোনা যাচ্ছে, আজ সোমবারের মধ্যেই নাকি তাসকিনের সিদ্ধান্ত জানতে চেয়েছেন ভারতের সাবেক এ ওপেনার।
আইপিএলের জন্য তাসকিনের ছাড়পত্র নিয়ে বিসিবি'র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
নিলাম থেকে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তবে ইনজুরির কারণে ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না এ ইংলিশ ক্রিকেটার। তার স্থলেই তাসকিনকে দলে টানতে চায় গম্ভীরের দল।
আইপিএলের এবারের নিলাম থেকে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাম্পিটালসের হয়ে খেলবেন এ কাটার মাস্টার। তবে দল পাননি সাকিব আল হাসান।তাসকিন দল পেলে তিনি হবেন এবারের আইপিএলে বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি।