মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণ থেকেই বিশ্রামে পাঠিয়েছে বিসিবি।
এ কারণে ১৫ মার্চ থেকে মাঠে গড়়াতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল) খেলতে পারবেন না ক্রিকেট মহারতারকা সাকিব। ফলে সাকিবকে নিয়ে বিপাকে পড়েছে ক্লাব মোহামেডান।
তবে আশা ছেড়ে দিচ্ছে না ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিবকে লিগের শেষ দিকে হলেও কয়েকটি ম্যাচে খেলাতে চায় মোহামেডান। এজন্য বিসিবি'র দ্বারস্থ হবে ক্লাব কর্তারা। এনিয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি সাব্বির বলেন, ‘কীভাবে আমরা সাকিবকে এই মৌসুমে কিছু ম্যাচের জন্য হলেও পেতে পারি সেটার জন্য বোর্ডের সাথে কথা বলব। সাকিব যখন ক্রিকেটে ফিরবে তখন ওর কিছু ম্যাচ দরকার। আমরা বোর্ডকে সেই প্রস্তাব দিব, বোর্ড যদি বিবেচনা করে।’
শুধু ক্লাব বলবে না। সাকিবকেও বোর্ডের কাছে খেলার ইচ্ছার কথা বলতে হবে। এ নিয়ে সাব্বির বলেন ‘সাকিব যে সময় পর্যন্ত ছুটি চেয়েছিল তখন দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে যায় এবং লিগের সুপার লিগের ম্যাচগুলো বাকি থাকে। সেক্ষেত্রে সাকিব যদি মোহামেডানের জন্য খেলতে চায় সেটা সাকিবকেই বলতে হবে। আমরা চাই সাকিব খেলুক। তবে সেক্ষেত্রে বোর্ড থেকে সবুজ সংকেত নিয়েই সাকিবকে খেলতে হবে।’