চিঠি দিয়ে সাকিব আল হাসান বিসিবি'কে জানিয়েছিলেন আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। পরে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়াতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এ কারণে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণ থেকেই ছুটিতে পাঠিয়েছে বিসিবি। কিন্তু তারপরও আজ বৃহস্পতিবার, ১০ মার্চ ঘোষিত তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতেই সাকিবকে রেখেছে বিসিবি।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার - মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী। এক বছর বিরতি দিয়ে চুক্তিতে ফিরেছেন নাঈম শেখ। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে বিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। গতবছর বোর্ড চুক্তি করে ছিল ২৪ জন ক্রিকেটারের সঙ্গে।
তিন সংস্করণেই রয়েছেন পাঁচজন - মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। গতবছর তিন সংস্করণের চুক্তিতেই ছিলেন তারা। টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন ও টি-টোয়েন্টিতে রয়েছেন ১২ জন।
চুক্তি থেকে ছিটকে গেছেন ৫ জন - মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারী। একাধিক ফরম্যাটের চুক্তি থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন।