সাকিব না খেললেও দুশ্চিন্তা নেই বিসিবি'র: সুজন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 18:23:57

মাঠের লড়াইয়ের জন্য সাকিব আল হাসান মানসিকভাবে প্রস্তুত নন। তাই দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়াতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। ওয়ানডে ও টেস্ট দুই সিরিজ থেকেই নিতে চান ছুটি। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে এমন কথাই বলে গেছেন সাকিব। তার এ মন্তব্যে দেশের ক্রিকেট পাড়ায় হৈচৈ পড়ে গেছে। হচ্ছে আলোচনা ও সমালোচনা। 

তবে সাকিবের খেলা না খেলা নিয়ে মোটেই চিন্তিত নয় বিসিবি। চাইলে ক্রিকেটের টেস্ট খেলা ছেড়েই দিতে পারেন সাকিব। অবসর নিতে পারেন ক্রিকেটের একটি বা দুটি ফরম্যাট থেকে। এমনটাই জানিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সাকিবের সিদ্ধান্ত বদল নিয়ে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা জানতাম যে সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলবে, টেস্টেও খেলবে। কিন্তু হুট করেই বলল যে খেলবে না। ও আগে চিঠি দিয়েছিল। বলেছিল খেলবে না। আবার পাপন ভাইয়ের সঙ্গে কথা বলার পর খেলার সিদ্ধান্ত নিল। এখন আবার বলছে খেলবে না।’

এর আগে জিম্বাবুয়েতে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি। এখন খেলবেন না বলে জানিয়েছেন সাকিব। সিনিয়র ক্রিকেটারদের এমন সিদ্ধান্তগুলো ঠিক মেনে নিতে পারেনি বিসিবি। তাই বোর্ড চায়, দল গোছানোর পর যেন কেউ সরে না যায়, 'নিজেদের সিদ্ধান্তটা ভালো করে বুঝে নেয়। তারা যদি খেলতে না চায়, খেলার জন্য আগ্রহী না হয় কিংবা মানসিকভাবে কোনো সমস্যা থাকে। তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা এমন সময় না যে, আমরা যখন একটা দল নিয়ে সিদ্ধান্তে চলে যাই।’

সাকিবদের এমন হঠাৎ সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারদের ওপরও বাজে প্রভাব ফেলে। সাবেক টাইগার ক্যাপ্টেন সুজন এ নিয়ে বলেন, ‘সাকিব-তামিম যখন খেলে তখন কোনো সমস্যা তৈরি হয় না। সমস্যা তখনই তৈরি হয় যখন ওরা খেলে না। ওদের জায়গায় অন্য কাউকে খেলাচ্ছি। নতুন করে তৈরি করছি। সাকিব যখন ফিরে আসবে তখন ওই ছেলেটার কী হবে? আমরা দল তো তৈরি করতে পারছি না। সাকিব যদি খেলতে না চায়, না খেলুক টেস্ট ম্যাচে। আই ডোন্ট কেয়ার। বিসিবি এতটা কনসার্ন না যে, ও খেলতে চায় না।’

সুজন জানান, উপভোগ না করলে ক্রিকেটের একটি বা দুটি সংস্করণে খেলা ছেড়ে দিতে পারে সাকিব, ‘আপনি জোর করতে পারবেন না। আমরা চাই যে ও খেলুক। যতদিন পর্যন্ত সাকিব ফিট থাকবে খেলুক। কিন্তু ও যদি মনে করে যে খেলা উপভোগ করছে না, তাহলে বলে দেওয়া উচিত, আমি যেকোনো একটা ফরম্যাট আর খেলব না। বা আমি দুইটা ফরম্যাট খেলব না। এটা ঠিক আছে। আমাদের সাকিবের জায়গায় একজনকে প্রতিষ্ঠিত করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর