না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। তাই শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটের আকাশে। শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় তারকাকে স্মরণ করলেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
শেন ওয়ার্নের প্রয়াণের খবর পেয়ে মাশরাফি বিন মর্তুজার যেন বিশ্বাসই হচ্ছিল না। তাই তো ফেসবুক পেজে সাবেক টাইগার ক্যাপ্টেন লিখেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল!’
ওয়ার্নের স্পিন জাদুতে মুগ্ধ মাশরাফি জানান, "সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জাদুকর, প্রতিভার ভাণ্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!"
শেন ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, যতদিন ক্রিকেট থাকবে এই কিংবদন্তি লেগস্পিনারও অমলিন থাকবে ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’
প্রিয় বন্ধু ওয়ার্নের মৃত্যুতে হতবিহবল শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি আশেপাশে থাকলে, সেটা মাঠে হোক বা মাঠের বাইরে, একটা মুহূর্তও নিরানন্দ কাটত না।’
শচীন আরও জানান, আজীবন মনে রাখবেন তিনি ওয়ার্নকে, ‘তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন স্মরণ করব। ভারতে তোমার জন্য আলাদা একটা জায়গা সবসময়ই ছিল। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়ে রেখেছে। তুমি খুব তাড়াতাড়িই চলে গেলে।’