বাংলাদেশের বিপক্ষেই খেলবেন রশিদ খান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 09:39:27

গুঞ্জন রটেছিল, রশিদ খান বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবেন না। জাতীয় দলের হয়ে না খেলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলবেন। 

খবরটা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তানের তারকা এ অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, দেশের হয়েই খেলবেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজের দল লাহোর কালান্দার্সকে শুভ কামনা জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছিল রশিদের বাংলাদেশ ছাড়ার খবর। খবরটি নাকচ করে দিয়ে আফগানিস্তানের তারকা এ ক্রিকেটার টুইটারে লিখেন, ‘লাহোর কালান্দার্স দলের সদস্য হতে পারলে, তাদের সঙ্গে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনালে খেলতে পারলে বেশ ভালো হতো। তবে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন। কারণ, আমার সামনে এখন জাতীয় দলের দায়িত্ব আছে। এটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আমার কাছে।’

ফাইনালের আগে নিজের দল লাহোরকে শুভকামনা জানাতে ভুলেননি রশিদ খান। টুইট বার্তায় লিখেন, ‘আমি আমার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, সামিন রানা (লাহোর কালান্দার্সের প্রধান কার্যনির্বাহী) ও দলকে শুভকামনা জানাচ্ছি। ইন শা আল্লাহ!’

এ সম্পর্কিত আরও খবর