টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়ে ছিল। তা আবার এক-দুটি নয়। টানা চার ম্যাচে। অবশেষে পঞ্চম ম্যাচে এসে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে তারা হারাল ৫ উইকেটে।
এক বল হাতে রেখে জয় ছিনিয়ে নিয়েছে লঙ্কানরা। শেষ ম্যাচে হারলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে ঠিকই জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
মেলবোর্নে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৪৩* রানে অপরাজিত থেকে যান ম্যাথু ওয়েড। গ্লেন ম্যাক্সওয়েল ২৯ ও ২৩ রান আসে জশ ইংলিশের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমার ও দুষ্মন্ত চামিরা।
জবাবে কুশল মেন্ডিজের হার না মানা ফিফটিতে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ৬৯* রানের দাপুটে ইনিংস খেলে ম্যাচসেরা হন অতিথিদের জয়ের নায়ক কুশল মেন্ডিস। দাসুন শানাকা দলীয় স্কোরে যোগ করেন ৩৫ রান। ২০ রান এনে দেন চারিথ আসালানকা।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন কেন রিচার্ডসন। অ্যাশটন আগার পান একটি উইকেট।