বিপিএলের শুরু থেকেই স্পিন জাদু দেখাতে থাকেন সাকিব আল হাসান। তবে হাতের ব্যাটটা হাসে একটু দেরিতে। তাই তো টুর্নামেন্টের লিগ পর্বে ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণ্যে টানা পাঁচ ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।
দুরন্ত পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচে সেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে কেউ টানা পাঁচ ম্যাচে সেরা হওয়ার অনন্য কৃতিত্ব গড়তে পারেননি। সঙ্গে সুযোগ্য ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে নিয়ে যান ফাইনালে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্বাসরুদ্ধকর আর নাটকীয় ফাইনালে ১ রানের জন্য বিপিএলের শিরোপা হাতছাড়া করলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বনে গেছেন সাকিব। বিপিএলে সর্বাধিক তিনবারের টুর্নামেন্ট সেরা হয়ে রেকর্ডটা আগেই নিজের করে রেখেছিলেন সাকিব। এবার সেই রেকর্ড বাড়িয়ে নিলেন চারে।