একটু আগেভাগেই বাংলাদেশে এসেছে আফগানিস্তান। লক্ষ্য সিলেটে অনুশীলন ক্যাম্প করা। কিন্তু এরইমধ্যে অতিথি দলটি পেয়েছে খারাপ খবর। দলে হানা দিয়েছে করোনাভাইরাস। বিসিবি’র এক সূত্র জানিয়েছে খবরটি।
করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন আফগানিস্তানের আট ক্রিকেটার। সঙ্গে দলের তিন সাপোর্ট স্টাফ ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। দলের বাকিরা আজ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন।
গত শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পা রাখে আফগান টিমের ২২ সদস্য। পরের দিন তারা চলে যায় সিলেটে। এক দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করেন আফগান দলের ক্রিকেটাররা। হোটেল ছেড়ে মাঠে যাওয়ার পর করোনা টেস্টের রিপোর্ট হাতে পান সফরকারীরা।
সিলেটে এক সপ্তাহ অনুশীলন করবে আফগান ক্রিকেটাররা। ১৮ ফেব্রুয়ারি নিজেরাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ক্যাম্প শেষে ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে সফরকারীরা।
আফগানদের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে নামবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। একদিনের তিনটি ম্যাচই হবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ৩ মার্চ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ। ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল তিনটায়।