এবাদতকে হারিয়ে আইসিসি'র মাসসেরা পিটারসেন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 21:51:22

আইসিসি'র জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন এবাদত হোসেন। তবে পুরস্কারটি জিততে পারেননি বাংলাদেশের এ তারকা পেসার। এবাদতকে হারিয়ে গতমাসের সেরা ক্রিকেটার হয়েছেন কিগান পিটারসেন।

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’ হওয়ার দৌড়ে ছিলেন এবাদত। কিন্তু পুরস্কারটি জিততে পারলেন না। তার আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ মনোনয়ন পেয়েছিলেন মাসসেরা হওয়ার দৌড়ে।

গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৯.৩৩ গড়ে এবাদত শিকার করেছেন ৯ উইকেট। প্রথম টেস্টে ৪৬ রান খরচে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে উপহার দেন নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়। জেতেন ম্যাচ সেরার পুরস্কারও।

দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেগান পিটারসেন। প্রথম ম্যাচ হারলেও তার নৈপুণ্যে প্রোটিয়ারা সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ৬১ গড়ে সিরিজে পিটারসেনের ব্যাট থেকে আসে ২৪৪ রান। 

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটিং দাপট দেখিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ৮৪.৩৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫০৬ রান। ছয় ম্যাচ খেলে দুই শতকের সঙ্গে তিনটি ফিফটির দেখা পেয়েছেন তরুণ এ প্রোটিয়া ক্রিকেটার। বোলিং জাদুতে ছিনিয়ে নেন ৭ উইকেট।

ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট পেয়েছেন নারী বিভাগের সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ডটি। শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেয়ার পথে চামারি আতাপাত্তু ও দিয়ান্দ্রা ডটিনকে পরাজিত করে তিনি হেসেছেন বিজয়ীর হাসি। 

এ সম্পর্কিত আরও খবর