টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অতিথি ক্রিকেটাররাও বাংলাদেশে চলে এসেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন চলছে তাদের অনুশীলন ক্যাম্প। আফগানদের ওয়ানডে দলে বড় কোনো পরিবর্তন না এলেও বদলে গেছে পুরো টি-টোয়েন্টি দলের চেহারা।
ওয়ানডে দলে ফের জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান। তবে পুরোপুরি পাল্টে গেছে টি-টোয়েন্টি দল। সফরকারীরা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে বিশ্বকাপে। সেই ম্যাচের আফগানদের দল থেকে বাদ পড়েছেন ছয়জন। বিপিএলে খেলা বাঁহাতি রিস্ট স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজলহক ফারুকী আছেন দলে।
অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই দলে নেই আসগর আফগান। গুলবাদিন নাইব, মোহাম্মদ শেহজাদ, হাশমতউল্লাহ, হামিদ হাসান ও নাভিন–উল–হকরা ছিটকে গেছেন টি-টোয়েন্টি দল থেকে।
আফগানদের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে নামবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। একদিনের তিনটি ম্যাচই হবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ৩ মার্চ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ। ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল তিনটায়।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজলহক ফারুকী, গুলবাদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।
রিজার্ভ দল: কাইস আহমেদ ও সেলিফ সাফি।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।