বিপিএলের ধারাভাষ্যে তামিম ইকবাল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:29:30

বিপিএলের শেষ চারে জায়গা করে নিতে পারেনি মিনিস্টার গ্রুপ ঢাকা। দল প্লে-অফের টিকিট না পাওয়ায় এখন অফুরন্ত অবসর তামিম ইকবালের হাতে। সেই সময়টাই কাজে লাগালেন দেশসেরা এ ওপেনার। বনে গেলেন ধারাভাষ্যকার। আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন এ স্টার ক্রিকেটার।

গুঞ্জন আগে থেকেই ছড়িয়ে পড়েছিল- ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যে নাম লেখাবেন তামিম। এটাই নাকি তার স্বপ্ন। তারই যেন আভাস পাওয়া গেল আজ।

ধারাভাষ্যকক্ষে তামিমকে স্বাগত জানান আতহার আলী খান। নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করেন বাংলাদেশের ‘ভয়েস অব ক্রিকেট’ খ্যাত জনপ্রিয় এ ধারাভাষ্যকার। উত্তরে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’

বিপিএলের এবারের আসরে তামিমের ব্যাট ভালোই কথা বলেছে। ৯ ম্যাচ খেলে চারটি অর্ধ-শতক ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাতে করে তার নামের পাশে যোগ দিয়েছে ৪০৭ রান।

তামিমের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা ভালো করতে পারেনি। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে থেকে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে রাজধানীর দলটি।

এ সম্পর্কিত আরও খবর