বাংলাদেশের ওয়ানডে দলের চমক নাসুম-এবাদত-জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 09:02:12

প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। তার সঙ্গে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়।

তামিম ইকবালকে ক্যাপ্টেন রেখেছে আজ সোমবার, ১৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিনের ক্রিকেটের দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। তবে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন।

আফগানদের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে নামবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। একদিনের তিনটি ম্যাচই হবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ৩ মার্চ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ। ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল তিনটায়।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বী ও মাহমুদুল হাসান জয়।

এ সম্পর্কিত আরও খবর