শুরুতে ব্যাট হাতে ঝলক দেখালেন চ্যাডউইক ওয়ালটন। তার ব্যাটিংয়েই রানের পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে আন্দ্রে ফ্লেচার ব্যাট হাতে তোলেন ঝড়। তার সঙ্গে হাসে মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর হাতের ব্যাট। সুবাদে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিল। কিন্তু তারপরও জয় তুলে নিতে পারেনি খুলনা টাইগার্স। এলিমিনেটর ম্যাচে মুশফিকের দলকে ৭ রানে হারিয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে পৌঁছে গেছে চট্টগ্রাম।
ফাইনালের টিকিটের জন্য এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন লড়বে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। তবে তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রথম কোয়ালিফাইয়ারে ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দল সোজা চলে যাবে ফাইনালে। আর যারা হার মানবে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছতে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে লড়বে চট্টগ্রামের বিপক্ষে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে চ্যাডউইক ওয়ালটনের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের পুঁজি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচসেরা ওয়ালটন ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ৭ ছক্কায় খেলেন ৮৯* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। সঙ্গে ওপেনার কেনার লুইস ৩৯ ও মেহেদী হাসান মিরাজ যোগ করেন ৩৬ রান। খুলনার জার্সিতে দুটি উইকেট নেন খালেদ আহমেদ।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রে ফ্লেচারও বিস্ফোরক ব্যাটিং শুরু করেন। ৫৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০* রানে অপরাজিত থেকে যান এ তারকা ওপেনার। সঙ্গে ইয়াসির আলী ৪৫ ও মুশফিকুর রহিম এনে দেন ৪৩ রান। ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় কাছাকাছি গিয়েও জয় থেকে বঞ্চিত হয় খুলনা। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৮২ রানে। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন মিরাজ।