বিপিএল শেষ হওয়ার দ্বারপ্রান্তে। রাউন্ড রবিন লিগের খেলা শেষ। কোয়ালিফাইয়ার, এলিমিনেটর ও ফাইনালসহ এখন বাকি মাত্র ৪টি ম্যাচ।
টি-টোয়েন্টি এ টুর্নামেন্টের শেষ দিকে এসে গ্যালারিতে দর্শক ফেরাবে বিসিবি। করোনা সংক্রমণ কমায় এজন্য সরকার অনুমতি দিয়েছে বোর্ডকে।
প্রতিদিন তিন-চার হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পাবেন। তবে টিকিট যাবে আসরের ফ্রাঞ্চাইজিগুলোর মাধ্যমে। বিসিবি কোনো টিকিট বিক্রি না করে দিয়ে দেবে দলগুলোকে। তারাই পরে টিকিট দিবে নিজেদের সমর্থকদের।
ফলে সাধারণ দর্শকের পক্ষে টিকিট কিনে খেলার সুযোগ মিলছে না। এই সুযোগ দলগুলো আগে থেকেই পেয়ে আসছিল। তবে সেটার সংখ্যা ছিল কম। এখন কেবল টিকিটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে।
টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আজ রোববার মিরপুরে গণমাধ্যমকে বিসিবি'র মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘সরকারের সাথে আলোচনায় আমাদের বোর্ড সভাপতির আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশাধিকার দেওয়ার অনুমতি পেয়েছি। ৩-৪ হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবেন। বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এজন্য টিকিট বিক্রি করতে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দেব।’
করোনার কারণে টিকিট যাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে। এ নিয়ে টিটু বলেন, ‘টিকিটগুলো আমরা ফ্র্যাঞ্চাইজিদের অকশনে দিব যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে যাবে। তাদের সমর্থনে যেসব দর্শক আছে তাদের হয়তো সেভাবে তারা প্রোভাইড করবে। ফ্র্যাঞ্চাইজিরা আমাদের কাছ থেকে টিকিট কিনে নিচ্ছে আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করছি। আমরা যদি ওপেন সেল এ যাই তাহলে কভিড প্রটোকল মেইনটেইন করা কষ্ট হবে।’