এমনিতেই ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই নিয়ে ক্রীড়া অনুরাগীদের আগ্রহের শেষ নেই। চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মহারণ উপভোগের সুযোগ পেলে হুমড়ি খেয়ে পড়ে মানুষ।
তারওপর বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। আইসিসি'র বৈশ্বিক ক্রিকেট আসরেই কেবল দেখা হচ্ছে এই দুই চিরশত্রুর। তাই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট যেন রীতিমতো হটকেক।
সোমবার আইসিসি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করতেই পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সব টিকিট।
টিকিট বিক্রি শুরু হয় সকাল সাড়ে সাতটায়। সাড়ে ১১টার মধ্যে আইসিসি নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেয় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়়াবে আগামী ১৬ অক্টোবর। ফাইনাল দিয়ে আসরে পর্দা নামবে ১৩ নভেম্বর। তবে মেলবোর্নে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে ২৩ অক্টোবর।