জুনিয়রদের বৈশ্বিক আসরে ছয় ম্যাচ খেলে চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। সুবাদে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন লাল-সবুজ শিবিরের এ তারকা ফাস্ট বোলার। আইসিসি’র ঘোষিত এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি।
তবে টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকালেও সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের ব্যাটসম্যান আরিফুল ইসলাম। চতুর্থ ব্যাটার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এমন কীর্তি গড়েছেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও আসরের দলে জায়গা হয়নি তার।
শনিবার রাতে ইংল্যান্ডকে ধরাশায়ী করে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টের রেকর্ড পঞ্চম শিরোপা জয়ী ভারত থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনজন। দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন ভারতীয় অধিনায়ক ইয়াশ ঢুলকে।
উইকেটরক্ষক হিসেবে রয়েছেন পাকিস্তানের হাসিবউল্লাহ খান ও সতীর্থ আওয়াইস আলী। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেওয়াল্ড ব্রেভিস।
বাংলাদেশের তারকা পেসার রিপনের সঙ্গে একাদশের পেস আক্রমণে রয়েছেন ইংল্যান্ডের জশ বয়ডেন ও পাকিস্তানের আওয়াইস আলী।
যুব বিশ্বকাপের সেরা একাদশ: হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।