বিতর্ক মোহাম্মদ শাহজাদের কাছে নতুন কিছু নয়। এবারের বিপিএলেও বিতর্ক ছড়ালেন এ আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মাঠে ধূমপান করে সমালোচনার মুখে পড়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকা দলের এ তারকা ক্রিকেটার। বিতর্কিত ও অখেলোয়াড়সুলভ এ আচরণের জন্য শাহজাদকে সতর্ক করেছে বিসিবি।
শাহজাদের অনাকাঙ্ক্ষিত এ ঘটনা নিয়ে বিসিবি'র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শাহজাদের মতো একজন ক্রিকেটারের কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এসব না ঘটে।’
বৃষ্টি থামায় গতকাল শুক্রবার ওয়ার্ম আপ সেশনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের করিম জানাত ও নিজ দল মিনিস্টার গ্রুপ ঢাকার সতীর্থ ফজল হক ফারুকীর সঙ্গে আলাপ করছিলেন শাহজাদ। সেসময় পকেট থেকে ইলেক্ট্রিক সিগারেট বের করে ধূমপান করেন শাহদাজ। যদিও খেলার মাঠে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বৃষ্টির কারণে গতকাল অবশ্য শুক্রবার দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।