সামনে আফগানিস্তান সিরিজ। বিপিএল শেষ করে টাইগার ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন এই হোম সিরিজ নিয়ে। তার আগে চূড়ান্ত হলো সিরিজ সূচি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের মাঠে। আর ঢাকায় বসবে দুই ম্যাচের টি-টোয়েন্টি আসর। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে নামবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। একদিনের তিনটি ম্যাচই হবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ৩ মার্চ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৫ মার্চ। ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি মাঠে গড়াবে বিকেল তিনটায়।
আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে আফগান ক্রিকেটাররা। সিলেটে হবে অতিথি দলের কন্ডিশনিং ক্যাম্প। তবে সেখানে কোনো ম্যাচ নেই। সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে।