শেষ ষোল পর্ব থেকে বার্সেলোনাকে আগেই বিদায় করেছে অ্যাথলেটিক বিলবাও। এবার তারা নক আউট করল বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
সান্টিয়াগো বার্নাব্যু শিবিরকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রে'র সেমি-ফাইনালের টিকিট কেটেছে বিলবাও।
রিয়াল জারাগোজার পর দ্বিতীয় দল হিসেবে একই মৌসুমে রিয়াল ও বার্সেলোনাকে এই আসর থেকে আউট করার গৌরব অর্জন করল বিলবাও।
৮৯তম মিনিটে নাটকীয়ভাবে বিলবাওকে জয়সূচক গোল উপহার দেন অ্যালেক্স বেরেনগুয়ের।
৮৮ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। পরের মিনিটেই ম্যাচের পুরো চিত্রনাট্যই পাল্টে যায়। বদলি হিসেবে মাঠে নামা বেরেনগুয়ের ঢুকেন পড়েন রিয়ালের বিপদ সীমানায়। দুরন্ত এক ফিনিশিং শটে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের হতাশ করেন তিনি।
এই হারে ঘরোয়া ফুটবলে ডাবল শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল রিয়ালের। সেভিয়ার চেয়ে পরিষ্কার চার পয়েন্টে এগিয়ে রয়েছে লা লিগার শীর্ষে থাকা করিম বেনজেমার দল।
টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে নাম লেখাতে চাইছে বিলবাও। তাদের সঙ্গে আসরের শেষ চারের টিকিট কেটেছে ভ্যালেন্সিয়া, রিয়াল বেটিস ও রায়ো ভায়েকানো।