হ্যাটট্রিক জয়ে সবার ওপরে ইমরুলের কুমিল্লা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:26:26

এবারের বিপিএলে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট-বলের দুরন্ত নৈপুণ্যে ছুটে চলেছে জয়রথে চেপে। সেই ধারাটা ধরে রেখে আরও একটি দাপুটে জয় ছিনিয়ে নিল ক্যাপ্টেন ইমরুল কায়েসের দল। ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট ও লিটন দাসের ফিফটির পর নাহিদুল ইসলামের আগুনে বোলিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়েছে কুমিল্লা।

এনিয়ে এবারের বিপিএলের টানা তিন জয় ছিনিয়ে নিল কুমিল্লা। হ্যাটট্রিক জয় দিয়ে দলটি ফের উঠে গেছে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার শীর্ষে। চট্টগ্রাম ছয় ম্যাচে তিন জয় আর তিন হারে নেমে গেছে তালিকার দ্বিতীয় স্থানে।

টস হেরে শুরুতে ব্যাটিং পেয়েই জ্বলে উঠেন ফাফ ডু প্লেসিস। তবে আভাস দিয়েও পাননি সেঞ্চুরির দেখা। ৫৫ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৩* রানের হার না মানা চমৎকার এক ইনিংস খেলে হন ম্যাচসেরা। তার পার্টনার ক্যামেরন ডেলপোর্ট অপরাজিত থেকে যান ৫১* রানে। চতুর্থ উইকেটে দুজনে অবিচ্ছিন্ন থেকে যান ৯৭* রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তার আগে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৭ রান। ডু প্লেসিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে লিটন গড়েন ৮০ রানের পার্টনারশিপ। সুবাদে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের পাহাড়সম পুঁজি গড়ে চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন নাসুম আহমেদ। একটি উইকেট যায় বেনি হাওয়েলের পকেটে।

জবাবে ফিফটি হাঁকান ওপেনার উইল জ্যাকস। ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরে যান তিনি। কিন্তু তারপরও ১৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যটা ছুঁতে পারেনি চট্টগ্রাম। কেননা বাকি ব্যাটসম্যানদের মাত্র দুজন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

তবে আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ আর অভিমান ভেঙে মাঠে নেমে মেহেদী হাসান মিরাজ করেন মাত্র ১০ রান। তবে বল হাতে কোনো উইকেট পাননি তারকা এ ওপেনার। ফলে তার দল ১৭.৩ ওভারে গুটিয়ে গেছে ১৩১ রানে।

চট্টগ্রামের হয়ে তিন উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। দুটি করে উইকেটি নেন মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও শহীদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর