সাড়ে তিন বছর নিষিদ্ধ টেলর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:08:45

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেটা ফাঁস করেননি জিম্বাবুয়ের এ তারকা ক্রিকেটার। জুয়াড়ির সঙ্গে কথা হলেও তা গোপন করে গেছেন ব্রেন্ডন টেলর। ফল যা হওয়ার তাই হয়েছে। সাকিব আল হাসানের জন্য সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন তিনি। টেলর নিষিদ্ধ হয়েছেন সাড়ে তিন বছরের জন্য।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেটা জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড বা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক বিষয়টা জানান গত সোমবার, ২৪ জানুয়ারি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ভুলের মাশুল গুনে শাস্তি হিসেবে নিষিদ্ধ হলেন টেলর।

আজ শুক্রবার, ২৮ জানুয়ারি আইসিসি জানিয়েছে, দুর্নীতি বিরোধী নীতিমালার চারটি ধারা ভেঙেছেন টেলর। বিষয়টি এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, ডোপিং বিরোধী নীতিমালার একটি ধারাও লঙ্ঘন করেছেন তিনি। ফলে ক্রিকেটাঙ্গনে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হলেন এ স্টার ক্রিকেটার।

জিম্বাবুয়ের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্পন্সর চুক্তির প্রস্তাব নিয়ে টেলরের সঙ্গে যোগাযোগ শুরু করে ভারতীয় এক ব্যবসায়ী। ২০১৯ সালের অক্টোবরে ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ওই জুয়াড়ি দেন ফিক্সিংয়ের প্রস্তাব। যদিও সে প্রস্তাবে সায় দেননি। তবে পরিবারকে বাঁচাতেই পুরো ব্যাপারটা গোপন করে গেছেন টেলর।

এ সম্পর্কিত আরও খবর