অনেক দিন ধরেই সাদা বলের সীমিত ওভারের ক্রিকেটে খেলছিলেন দিলরুয়ান পেরেরা। সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে। এবার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকেই না বলে দিলেন । অবসরে চলে গেলেন শ্রীলঙ্কান এ অফ স্পিনিং অলরাউন্ডার।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) খবরটি নিশ্চিত করে জানিয়েছে, দেশের জার্সি গায়ে আর খেলবেন না পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট মাঠে দাপিয়ে যাবেন তিনি।
৩৯ বছরে পা দিয়েছেন অনেক আগেই। এই বয়সে মাঠে নামা বেশ কঠিন। সে কারণেই বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন পেরেরা। তুলে রাখলেন জাতীয় দলের জার্সি।
এক যুগের ওয়ানডে ক্যারিয়ারে পেরেরা খেলেন ১৩টি ম্যাচ। ১৫২ রানের সঙ্গে উইকেট শিকার করেছেন ১৩টি। অন্যদিকে তিনটি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৩ উইকেট। তবে ৪৩ টেস্ট খেলে শ্রীলঙ্কার হয়ে ৩৫.৯০ গড়ে ১৬১ উইকেট নিয়েছেন এ তারকা লঙ্কান ক্রিকেটার। আর ব্যাট হাতে টেস্টে সংগ্রহ করেন ১৩০৩ রান। শেষ ম্যাচটা খেলে ফেলেছেন পেরেরা গত বছরের জানুয়ারিতে।