বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে সিলেট সানরাইজার্স দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। সিলেটের হয়ে এখনো মাঠে নামতে পারেননি আল-আমিন। আঙুলের ইনজুরি টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে তাকে। তারকা এ পেসারের বদলে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে দলে টেনেছে সিলেট।
ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স জানিয়েছে, আল-আমিনের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ কারণে বোলিং করতে পারবেন না। চার সপ্তাহ মাঠের বাইরে বসে থাকতে হবে ৩২ বছরের ডানহাতি এ ফাস্ট বোলারকে। ফলে বিপিএল খেলার কোনো সুযোগই পাচ্ছেন না আল-আমিন।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার সময় আঙুলে চোট পান আল-আমিন। তবে প্রত্যাশা ছিল, বিপিএলে চলাকালেই ফিট হয়ে যাবেন। খেলতে পারবেন ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে। কিন্তু সে আশায় গুড়ে বালি। ঢাকা পর্ব শেষ হলেও তার চোট ঠিক হয়নি। দর্শক হয়েই রয়ে গেছেন তিনি। আল-আমিন ফিট হতে হতে টুর্নামেন্টই শেষ হয়ে যাবে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) সর্বশেষ আসরে হ্যাটট্রিক পেয়েছিলেন আলাউদ্দিন বাবু। কিন্তু বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিই ৩০ বছরের এ ডানহাতি পেসারকে দলে ভেড়ায়নি। অবশেষে সিলেটে আল-আমিনের স্থলাভিষিক্ত হলেন তিনি।