মাশরাফির ফেরার ম্যাচে সিলেটের কাছে হারল ঢাকা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:18:25

প্রথম দুই ম্যাচ টানা হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। প্রথম জয়ের আনন্দ ফুরিয়ে না যেতেই ফের হারের স্বাদ পেল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। মাশরাফি বিন মর্তুজার ফেরার ম্যাচে সিলেট সানরাইজার্সের কাছে হারল ৭ উইকেটে। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের দল দাপুটে এ জয় পেয়েছে ১৮ বল হাতে রেখেই।

মিরপুরে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় ঢাকা। ১৭ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। তবে মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠার আভাস দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাদের জুটি টিকে ছিল দলীয় ৫৭ রান পর্যন্ত।

দলীয় স্কোরে ১৫ রান যোগ করে ওয়ানডাউনে নামা নাঈম ফিরতেই ফের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়ে যায়। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাট হাতে লড়াই করে যান কেবল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে নিয়মিত পড়তে থাকে উইকেট। রিয়াদও বড় ইনিংস খেলতে পারেননি ৩৩ রান নিয়ে ফেরেন তিনি।

শেষ দিকে শুভাগম হোমও শেষ চেষ্টা চালিয়ে যান। ইনিংসটা বড় করতে চেষ্টার কোনো ত্রুটি ছিল তার মধ্যে। তবে তিনি থামেন ব্যক্তিগত ২১ রানে। তার সঙ্গে রুবেল হোসেন যোগ করেন ১২ রান। ঢাকার ব্যাটিং অভিযাত্রা ১৮. ৪ ওভারে থামে দলীয় ১০০ রানে।

সিলেটের হয়ে তাসকিন আহমেদ শিকার করেন তিন উইকেট। দুটি উইকেট যায় সোহাগ গাজীর পকেটে। চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন নাজমুল হাসান অপু।

জবাবে এনামুল হকের ব্যাটিং দৃঢ়তায় তিন উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ১৭ ওভারেই ছুঁয়ে ফেলে তারা ১০১ রানের সহজ লক্ষ্যটা। ৪৫ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৫ রানের দুরন্ত এক ইনিংস খেলেন এনামুল। ২১* রানে অপরাজিত থেকে যান কলিন ইনগ্রাম।

তার সঙ্গে তিনে ব্যাট হাতে নামা মোহাম্মদ মিঠুন ১৭ ও ওপেনার লেন্ডল সিমন্স ১৬ রান এনে দেন। ঢাকার হয়ে প্রথম ম্যাচ খেলেই দুটি উইকেট শিকার করেন মাশরাফি বিন মর্তুজা। বাকি উইকেটি নেন হাসান মুরাদ।

এ সম্পর্কিত আরও খবর