ওয়ানডের বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের তারকা এ অলরাউন্ডারকে হতাশ করেছেন বাবর আজম।
গত বছর দুর্দান্ত খেলে পাকিস্তান ক্যাপ্টেন বনে গেছেন আইসিসি'র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার।
ভালো খেলেছেন দক্ষিণ আফ্রিকা তরুণ ব্যাটার জানেমান মালান ও পল স্টার্লিংও। সাকিবের সঙ্গে তাদেরকেও হতাশ করেছেন বাবর।
টি-টোয়েন্টির পর ওয়ানডের বর্ষসেরা পুরস্কারও পেল পাকিস্তান। জোড়া খেতাব প্রাপ্তিতে দেশটির ক্রিকেটে চলছে আনন্দের বন্যা।
এর আগে টি-টোয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এবার তার উদ্বোধনী পার্টনার বাবর পেলেন ওয়ানডের বর্ষসেরার পুরস্কার।