কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন বুনেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। লঙ্কানদের কাছে ২২ রানে হার মেনেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ জয় দিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ২০২২ কমনওয়েলথ গেমসের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা। রানার আপ হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে চামারি আথাপাঠুর দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।
আথাপাথু ৪৮, নিলাকাশী ডি সিলভা ও আনুশকা সঞ্জিয়ানি ২০ রান এনে দেন। দুটি উইকেট নেন নাহিদা আক্তার।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশে মেয়েরা।
মুর্শিদা খাতুন ৩৬, ফারজানা হক ৩৩ ও নিগার সুলতানা ২০ রান এনে দেন। ম্যাচসেরা আথাপাথু শিকার করেন ৩ উইকেট।