আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ভারত পেয়েছে খারাপ খবর। করোনায় আক্রান্ত হয়েছেন ক্যাপ্টেন ইয়াশ ডুলসহ দেশটির পাঁচজন ক্রিকেটার। খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।
ক্যাপ্টেন ইয়াশ ডুল, তার সহকারি শেখ রাশেদ ও ব্যাটার আরাধায়া ইয়াদব, ভাসু ভাটস, মানব পারাখা করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৪ রানের জয়ের ম্যাচে তাদের কেউ মাঠে ছিলেন না। অথচ একাদশ সাজাতেই মহাবিপাকে পড়ে গিয়েছিল ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ‘গতকাল তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছে। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বিসিসিআই পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। খেলোয়াড়রা আইসোলেশনেই থাকবে কিন্তু তারা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে।’