টাইগারদের সঙ্গে ওটিস গিবসনের চুক্তির মেয়াদ শেষ। নতুন করে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন সাবেক এ ক্যারিবীয় পেসার। তিনি নতুন দায়িত্ব নিয়ে যাচ্ছেন পিএসএলে।
এদিকে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে এসেছেন শন টেইট।জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার ঝুলিতে। বিশ্বকাপে ছিলেন আফগানদের কোচ।
অস্ট্রেলিয়ার সাবেক এ ফাস্ট বোলার এখন বাংলাদেশের জাতীয় দলের খালি পদটি পূর্ণ করতে চান। হতে চান টাইগারদের বোলিং কোচ।
এক ভিডিও বার্তায় বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়ে টেইট বলেন, ‘আমি অবশ্যই আগ্রহী, একেবারে। তবে তারা কাকে বেছে নিচ্ছে তা ভাবার কিছুটা সময় পেয়েছে। পেয়ে গেলে এটা দুর্দান্ত কিছু হবে আমার জন্য।’
বিপিএলে কাজ করতে মুখিয়ে রয়েছেন টেইট, ‘এখন বাংলাদেশের কাছে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময়। আমার দলেও আছে তাদের কয়েকজন। শরিফুলের কথাই ধরুন। আগ্রাসী বোলার। আমার দলের গুরুত্বপূর্ণ অংশ সে, এখন পর্যন্ত যে পরিমাণ ম্যাচ সে খেলেছে, তা তার নিজেকে মেলে ধরার জন্য যথেষ্ট। এমন সব ক্রিকেটারের সঙ্গে খেলতে তর সইছে না আমার।’
সাবেক এ অজি পেসার মনে করেন, তরুণ বোলারদের উত্থানে সামনের কয়েকটা বছর রোমাঞ্চকর অভিযাত্রাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, ‘বাংলাদেশ দলে বেশ কিছু তরুণ পেসার আসছে, ক্রিকেটারও উঠে আসছে বেশ। তাই আমার মনে হচ্ছে, সামনের ৫-৬টা বছর বাংলাদেশের জন্য রোমাঞ্চকরই হতে যাচ্ছে।’