বিদায়ী বছরে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার পেলেন সেই দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি।
দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তারকা এ পেসার। একাদশে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে দেশটি থেকে আইসিসির বর্ষসেরা একাদশে রয়েছেন কেবল দুজন ক্রিকেটার- মিচেল মার্শ ও জশ হেইজেলউড।
সবচেয়ে বড় চমক হলো একাদশে নেই কোনো ভারতীয় ক্রিকেটারের নাম। তবে পাকিস্তানের রয়েছেন তিনজন। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের আছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি।
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন আফ্রিদি।