নাহিদার রেকর্ডে কেনিয়াকে ধসিয়ে দিল দেশের মেয়েরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 01:13:16

কমনওয়েলথ গেমস বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের উড়িয়ে দেওয়ার পর এবার কেনিয়ার মেয়েদের ধসিয়ে দিয়েছে নিগার সুলতানার দল। রেকর্ড গড়ে নাহিদা আক্তার একাই পাঁচ উইকেট তুলে নিলে লাল-সবুজের প্রতিনিধিরা জিতল ৮০ রানের বড় ব্যবধানে। 

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানের পুঁজি গড়ে দেশের মেয়েরা। 

তবে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। দলীয় ৫০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২৬ রান। শেষে রিতু মনি (৩৯*) ও সালমা খাতুনের (৩৩*) দারুণ পার্টনারশিপে সম্মানজনক স্কোর গড়ে বাংলাদেশ। সেটাই দেশের মেয়েদের জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। 

কেনিয়ার হয়ে কুইনটর আবেল ৩ উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন মারসাইলিন ওচিয়েং। বাকি উইকেটটি যায় লাভেনদাহ লাভেনদাহ ইদামবোর পকেটে। 

জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে ৪৫ রানে গুটিয়ে যায় কেনিয়ার মেয়েরা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন শারন জুমা। বাকি ব্যাটাররা দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। ছয়ই সাজঘরে ফিরেছেন শূন্য রানে।

বাংলাদেশের হয়ে ৩.৪ ওভারে ১২ রান খরচ করে ম্যাচসেরা নাহিদা আক্তার শিকার করেন ৫ উইকেট। নারীদের টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো এমন কৃতিত্বের দেখা মিলল। তবে এটাই সেরা বোলিং ফিগার। একটি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, রোমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলা। 

এ সম্পর্কিত আরও খবর